Qualification for Pre-Sea Cadet Course Admission

ডেক ক্যাডেট এবং ইঞ্জিন ক্যাডেট ভর্তির যোগ্যতা

Bangladesh Merchant Shipping Ordinance,1983 এর অধীনে প্রণীত ” বাংলাদেশ নৌ-বাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ, কর্মঘণ্টা এবং ওয়াচকিপিং বিধিমালা, ২০১১ এর বিধি-৩৭ অনুসারে ডেক ক্যাডেট এবং ইঞ্জিন ক্যাডেট প্রশিক্ষণ ও নিয়োগের ক্ষেত্রে নিম্নবর্নি ত শর্তসমূহ পূরণ করিতে হইবে, যথাঃ-
(ক) বয়স সর্বনিম্ন ১৮ বত্সর এবং সর্বোচ্চ ২৫ বত্সর;
(খ) এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ অর্থাত্ ৬০% নম্বর অথবা জি.পি.এ-৩.৫০ প্রাপ্ত হইয়া উত্তীর্ণ হইতে হইবে এবং এইচ.এস.সি পরীক্ষায় পদার্থ বিদ্যা ও গণিত সহ প্রথম বিভাগ অর্থাত্ ৬০% নম্বর বা জি.পি.এ ৩.৫০ থাকিতে হইবে এবং পদার্থ বিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ৬০% নম্বর এবং ইংরেজী বিষয়ে ৫০% নম্বর প্রাপ্ত হইয়া উত্তীর্ণ হইতে হইবে; ইংরেজী ৫০% নম্বর বা জি.পি.এ-৩.০০ এর ঘাটতি থাকিলে IELTS পরীক্ষায় ৫.৫ স্কোর থাকিতে হইবে।
(গ) ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রমের আওতায় পদাথবিদ্যা ও গণিতসহ C-গ্রেডে A-Level সনদপ্রাপ্ত এবং পদাথবিদ্যা, গণিত, ইংরেজীসহ নূন্যতম ৫টি বিষয় নিয়ে C-গ্রেডে O-Level সনদপ্রাপ্ত;
(ঘ) মেরিন একাডেমী ব্যতীত অন্য প্রার্থীদের বেলায় প্রশিক্ষণে যোগদানের পূর্বে জাহাজের মালিক বা কোম্পানী কর্তৃক নিয়োগপত্র প্রাপ্ত হইত হইবে।
(ঙ) ‘সরকারী শিপিং অফিস’ চট্টগ্রাম হইতে সি-ডি-সি ইস্যুর সময় স্বীকৃত চিকিৎসক হইতে প্রার্থীকে মেডিকেল ফিটনেস সনদ, চক্ষু ও কালার ভিশন ফিটনেস সনদ, হিয়ারিং ফিটনেস সনদপ্রাপ্ত হইতে হইবে এবং প্রার্থীর সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোটপ্রাপ্ত হইতে হইবে।তবে কোন মার্চেন্ট মেরিন শিক্ষায়তন হিইতে প্রি-সী ট্রেনিং সনদপ্রাপ্ত প্রার্থীর সি.ডি.সি ইস্যুর ক্ষেত্রে শিক্ষায়তন কর্তৃক সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্টপ্রাপ্ত হইয়া থাকিলে নতুন করিয়া পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হেইবে না।
(চ) মেরিন একাডেমী ব্যতীত অন্যান্য প্রার্থীদের জাহাজে যোগদানের পূর্বে কোন অনুমোদিত মার্চেন্ট মেরিন শিক্ষায়তন হইতে অন্যূন ৬ মাসের প্রি-সী ট্রেনিং সম্পন্ন করিতে হইবে।